fbpx

ঢাকা কক্সবাজার বিমান টিকিট। ঢাকা কক্সবাজার বিমান ভাড়া, টিকিট, ফ্লাইট বুকিং সহ সব তথ্য

কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত তথা বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই থানা শহরটি চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার প্রধান শহর হিসেবে বিবেচিত হয়। পৃথিবীর সবচাইতে দীর্ঘ সমুদ্র সৈকত এখানেই অবস্থিত। সৈকতটি কক্সবাজার থেকে বদরমোকাম পর্যন্ত একটানা ১৫৫ কিলোমিটার পর্যন্ত  বিস্তৃত। এছাড়া এখানে আছে বৃহত্তম সামুদ্রিক মৎস্য বন্দর এবং সাবমেরিন ক্যাবল ল্যান্ডিং স্টেশন। […]

ঢাকা সিলেট বিমান টিকিট । ঢাকা সিলেট বিমান ভাড়া, টিকিট, ফ্লাইট বুকিং সহ সব তথ্য

ঢাকা ও চট্টগ্রামের পাশাপাশি সিলেট বাংলাদেশের প্রধান একটি শহর। সিলেট বিভাগের প্রধান এবং বিভাগীয় শহর হবার পাশাপাশি এর আরও অনেক গুরুত্ব রয়েছে। সুরমা নদীর তীরবর্তী এই শহরকে বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানীও বলা হয়ে থাকে। অর্থনৈতিকভাবে সিলেটের অবস্থান অনেক শক্তিশালী। শুধু বাংলাদেশই না, দক্ষিণ এশিয়ার মধ্যে সিলেট অন্যতম সম্পদশালী একটি জেলা।

Begin typing your search term above and press enter to search. Press ESC to cancel.

Back To Top